
নিজেদের অধিকার রক্ষায় ও বিপদ-আপদ মোকাবেলার জন্য সাংবাদিকদের আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকরা একে অন্যের পাশে দাঁড়ালে যে কোনো অশুভ শক্তির চক্রান্ত রুখে দেয়া সম্ভব।
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ওয়াইজেএফবি-এর সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও ওয়াইজেএফবি-এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের প্রমুখ।
সংগঠনের কোষাধ্যক্ষ এ কে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান।
এবছর দিবসটির প্রতিপাদ্য- ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ (ক্রিটিক্যাল মাইন্ডস ফর ক্রিটিক্যাল টাইমস : মিডিয়া’স রোল ইন এডভান্সিং পিসফুল, জাস্ট এন্ড ইনক্লুসিভ সোসাইটিস্)।
সংগঠন সূত্র জানায়, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর ফেনী ও লক্ষ্মীপুর জেলা ইউনিটসহ সারাদেশে বিভিন্ন ইউনিট দিবসটি পালন করেছে।সূত্র- বাসস