
জাতীয় ঐক্যফ্রন্ট নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে নেতারা এই কর্মসূচির কথা সাংবাদিকদের জানান।
কর্মসূচির মধ্যে রয়েছে- জোটের বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করতে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল লেক শোরে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক, আগামী ২৭ অক্টোবর চট্টগ্রাম ও ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট।
এর আগ জাতীয় ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটি গঠন করাসহ নানা বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেন নবগঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্টের’ নেতারা। বুধবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলাশানের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়। বৈঠকটি শেষ হয় রাত সাড়ে ১০টার পর।
রাত ৮টার পর কার্যালয়ে প্রবেশ করেন জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব, নাগরিক ঐক্যের নেতা ডা. জাহেদ উর রহমান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন।
বৈঠক শেষে নেতারা এই নতুন কর্মসূচির কথা সাংবাদিকদের জানান।সূত্র-আরটিএনএন