
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার চাঁদপুর খলসি এলাকায় মরা করতোয়া নদীর উপর ২ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ ও দু’পাশের সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে এ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি গোবিন্দগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত সফল মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাদশ জাতীয় সংসদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আতাউর রহমান সরকার।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলার মাসুদ রানা বাপ্পী, মোখলেছুর রহমান, গোলাপী বেগম, শাহানা বেগম, জহুরা খাতুন, শিল্পী, পৌরসভার প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া, সার্ভেয়ার আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান রানু প্রমুখ।
মিউনিসিপ্যাাল গভরন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এর অর্থায়নে প্রায় ২কোটি ৬৬লক্ষ টাকা ব্যয়ে ৩৮ মিটার দৈর্ঘ্যরে আর সিসি গার্ডার ব্রীজ ও দু’পাশের সংযোগ সড়ক নির্মান করা হবে। নির্মান কাজের উদ্বোধন শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আতাউর রহমান সরকার। এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগীতায় এ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।