
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান আজ শনিবার গাইবান্ধা জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা শিশু একাডেমি গাইবান্ধার উদ্যোগে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধানের সভাপতিত্বে অনান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. রোখছানা আকতার, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাদুল্যাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল কাইয়ুম প্রমুখ।
১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী আমার কথা শোন শিরোনামে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আমার কথা শোন, বাল্যবিবাহ নিরোধ দিবস, শিশু সমাবেশ, মানববন্ধন ও আলোচনা, জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে শিশু সমাবেশ, আলোচনা সভা ও দেশের গান প্রতিযোগিতা, অটিষ্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, পথশিশু ও শ্রমজীবি শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সুবিধা বঞ্চিত ও প্রারম্ভিক শৈশব বিষয়ক শিশুদের খেলাধুলা প্রতিযোগিতা।
উলে¬খিত সকল বিষয়ে বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। এসময় তার বক্তব্যের শুরুতেই কবি সুকান্ত ভট্টাচায্যের একটি বিখ্যাত কবিতা আবৃত্তি করে তিনি বলেন, শিশুদের জন্য আগামীদিনের ভবিষ্যৎ। সুতরাং তাদের উন্নত ভবিষ্যৎ গড়ে দেয়া আমাদেরই কর্তব্য। বর্তমান সরকার শিশু-কিশোরদের মানসিক, শারীরিক উৎকর্ষ সাধনে যে সমস্ত কর্মসূচী বাস্তবায়ন করছে সে সমস্ত কর্মসূচী ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করে সার্থক করার দায়িত্ব আমাদের।