
খুলনার রূপসা বেড়িবাঁধ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার। এসময় আরো দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকা থেকে র্যাব-৬ এর একটি টিম তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে গুলিসহ ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সিপিসি একের কমান্ডার লে. জাহিদুল কবির জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মো. সাইদ হোসেন (৩৩), রূপসা স্ট্র্যান্ড রোডের বাবু বিশ্বাস (৩১) ও নতুন বাজার ওয়াপদা মসজিদ গলির মো: আরিফ মৃধাকে (২৫) গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ১টি নাইন এমএম পিস্তল, ১টি রিভলবার ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদের মধ্যে সাঈদ হোসেন ২২নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসীদের কাছে অস্ত্র ও গুলি ভাড়া দেয় বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এ ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।