
সড়ক পরিবহন আইন ২০১৮ শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ-৪১৫) ও জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান (রেজিঃ২৮৭৬) এর শ্রমিকরা আজ বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ সদরের থানা মোড় পৃর্থক পৃর্থক ভাবে মানববন্ধন করে।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,অবিলম্বে শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা গুলি বাতিল করতে হবে। অন্যথায় আগামীতে শ্রমিকরা দাবী আদায়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন(৪১৫)এর সভাপতি আবু নাঈম সরকার,সাঃসম্পাদক হাসেন আলী,কার্যকারী সভাপতি আঃখালেক,সহ-সভাপতি হারুন অর রশিদ,সাইফুল ইসলাম,সহ-সম্পাদক সাদেক আলী,অহেদ আলী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম,সাংগঠনিক একলাছুর রহমান,দপ্তর সম্পাদক আঃ হামিদ,প্রচার সম্পাদক কয়ছার রহমান,সড়ক সম্পাদক শাহীন,চানু মিয়া ও আঃ কাফি প্রমূখ।
এদিকে একই সময় জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান (রেজি নং-রাজঃ২৮৭৬) এর মানববন্ধনে শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি আফজাল হোসেন,সহ-সভাপতি হেলাল উদ্দিন মন্ডল ও শাহজাহান শেখ,সম্পাদক শ্রী স্বাধীন কুমার দাস,সহ-সম্পাদক আলহাজ মহাতাব উদ্দিন,হেলাল শেখ,কোষাধ্যক্ষ রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক লাল মিয়া শেখ প্রমূখ ।