
গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক কে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, ফুলের শুভেচ্ছা জানান, তিনি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জান্নান,নতুন জেলা প্রশাসক এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব সেবাষ্টিন রেমা।
মঙ্গলবার (০৯ অক্টোবর) বিদায়ী জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ সচিব) রোকসানা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.বি.এম সাদেকুর রহমান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগন, সহকারি কমিশনার (এনডিসি) আশিক রেজাসহ কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সেবাস্টিন রেমা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেধাবী এবং চৌকস এই কর্মকর্তা একজন দক্ষ এবং সৎ বলে সর্বমহলে বেশ পরিচিত। তাঁর সততা, নিষ্ঠা, দেশ প্রেম এবং কর্মদক্ষতার জন্য তিনি অনেকবার প্রশংসিতও হয়েছেন। একাধিকবার সেরা পদকও অর্জন করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর সরকারের বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ ও বদলির সরকারী গেজেটে ১০ জনের নাম ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব দেওয়ান মাহবুব রহমানের স্বাক্ষরিত ওই পরিপত্রে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মন্ত্রীর একান্ত সচিব উপসচিব সেবাস্টিন রেমা (৬৮৬১) কে গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ প্রদান করা হয় ।
সেবাস্টিন রেমা এর বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি বাংলাদেশে গারো জাতির মধ্য থেকে প্রথম উপ-সচিব এবং জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন ।
এদিকে,গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়।