
গাইবান্ধায় বাল্য বিবাহ নিরোধ ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে উপলক্ষে শিশু সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
পৌর শহরের আসাদুজ্জামান গার্লস হাইস্কুলের সামনে জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমী ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে দিবসটির উপরে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিছ জাহান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, ছিন্নমূল মহিলা সমিতির সহকারি পরিচালক মো. মাসুদুন্নবী লিপন, একুশে টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুপু, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার প্রমুখ।