
গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালকে গোবিন্দগঞ্জে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ৯ অক্টোবর মঙ্গলবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জেলার সীমানায় চাপড়ীগঞ্জ এলাকায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
এ সময় তিনি বলেন, আমি যে খানেই থাকি গাইবান্ধার মানুষ কে মনে রাখবো,এখানে আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি। এ অভিজ্ঞতা আমার চলার পথে কাজে লাগবে। তিনি সকলের নিকট তার জন্য ও পরিবারের জন্য দোয়া ও আর্শিবাদ কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসকের সহধর্মীনি মুক্তি বসাক, উপস্থিত ছিলেন গাইবান্ধা ডিআর ও ইদ্রসি আলী, সাদুল্লাপুরের ইউএনও রহিমা খাতুন, পলাশবাড়ীর ইউএনও মেজবাউল হোসেন,ফুলছড়ি ইউএনও আব্দুল হালিম, গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল রাফিউল আলম,বাবুলাল চৌধুরী, সহ জেলার কর্মকতা কর্মচারীরাসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।