
গতকাল ৮ অক্টোবর সোমবার রাত অনুমানিক ৮ টা ১০ মিনিটের সময় ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার সদর থানাধীন কিসামত ফলিয়া এলাকা হতে অভিযান চালিয়ে ৫ জন জুয়ারু ও বল্লামঝাড় ইউপির তিন মাইল এলাকা হতে রাত অনুমানিক ১০ ঘটিকায় ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে ৫ জুয়ারু মোট ১০ জন জুয়ারু কে গ্রেফতার করে। জুয়া খেলার সময় হাতে নাতে গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার কিসামত ফলিয়া গ্রামের মৃত সাজর উদ্দিনের ছেলে ১। নুরুজ্জামান (৪০),মমতাজের ছেলে ২। জাহিদুল (৩৪),মৃত লাল মিয়ার ছেলে ৩। সাহাআলম (২৩), মৃত সাহেবের ছেলে ৪। নয়ন মিয়া (২০),ঈসমাইলের ছেলে ৫।নয়ন(২২), ঝিনেশ্বর গ্রামের বাকী মিয়ার ছেলে ৬। আলআমীন মিয়া (২২), হালিম মিয়ার ছেলে ৭। রতন মিয়া (২১),মৃত আজিজুরের ছেলে ৮। ভোলা মিয়া (২২), রঘুনাথপুরের আজিজুর রহমানের ছেলে ৯। সাজেদুর (৩২) ধানঘড়া গ্রামের মৃত জাহিদুলের ছেলে ১। আরিফ মিয়া (২৩) কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,আসামীদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আশিক রেজা সকল আসামিদের অর্থদন্ড প্রদান করেন।