
গাইবান্ধার ফুলছড়িতে বাল্য বিবাহ নিরোধ দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৯ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পাপিয়া সুলতানা,উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মাদ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রহমান, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু প্রমূখ।