
আমি ছিলাম গাইবান্ধা বাসীর সেবক,সাধারন মানুষ থেকে শুরু করে সকল শ্রেনীর মানুষকে সেবা প্রদান করে হাসি মুখে বিদায় দেয়ার চেষ্টা করেছি। জানি না কত টুকু পেরেছি, আমার বিদায় বেলায় প্রিয় সহকর্মীদের কাছে অনুরোধ আপনারও সেই দর্শন লালন করে সেবা প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ভিষন-২১বাস্তবায়নে সহযোগীতা করবেন। আমি যাচ্ছি, আমার জন্য ও আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন,যাতে সুযোগ পেলে আপনাদের সেবা করতে পারি।তিনি আরও বলেন, আপনারা আমাকে যে সন্মান দেখিয়েছেন আমি কোন দিন ভুলবো না। আবেগ আপ্লুত কন্ঠে কথা গুলি বলছিলেন, গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। তিনি আজ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটরিয়ে তার বিদায় সংবর্ধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে সিনিয়র সহকারী সচিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রাফিউল আলমের সঞ্চালনায় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, ওসি মজিবুর রহমান পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম,পিআইও জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকতা মামুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা রওনক আকতার,উপজেলা সমাজ সেবা কর্মকতা ইকবাল হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা আহাদ আলী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,রম,শরিফুল ইসলাম জর্জ,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার নুরুল ইসলাম আজাদ,তালুকানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,শাখাহার ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টু, সাপমারা ইউপি চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,মহিলা বিষয়ক কর্মকতা জেবুনেছা, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা, মুক্তিযোদ্ধা,ইউপি সচিব,ইউনিয়ন ভূমিসহকারী কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া ও সন্মানোনা ক্রেষ্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করেন।