
গাইবান্ধায় দুই লাখ টাকার হিরোইন সহ হিরোইন ব্যবসায়ি ও সেবনকারী আব্দুর রউফ (৩০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের অভিযানে আজ ৬ অক্টোবর শনিবার রাত প্রায় ১০ ঘটিকার সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরে পৌরশহরে ডিসি অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে হেরোইন বিক্রয় করা কালীন হিরোইন ব্যবসায়ী ও সেবনকারী ১। আব্দুর রউফ (৩০) কে ২০ গ্রাম হেরোইন সহ আটক করে।
হিরোইনসহ গ্রেফতারকৃত আব্দুর রউফ (৩০) গাইবান্ধা সদর উপজেলার দনি ধানঘরা গ্রামের মৃত কছির শেখের ছেলে ।
ডিবি পুলিশের ওসি এ,কে,এম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত হেরোইনের মুল্য ২ লাখ টাকা। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।