
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সাঘাটা – ফুলছরি আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, দেশ ও দেশের সর্বস্তরের জনগণের উন্নয়নে আওয়ামীলীগ সরকারকে পুনরায় বিজয়ী করুন। বর্তমান সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা রেখেছে। এ দল যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে হবে । তিনি নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বলেন, আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ নৌকার বিজয় হলেই দেশের উন্নয়ন সম্ভব।
আজ ৫ অক্টোবর শুক্রবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ ও সাধারন সম্পাদক এডভোকেট নুরুল আমিন।
কর্মী সমাবেশে মাহমুদ হাসান রিপন আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে গরীব দুঃখী মানুষের উন্নয়ন হয়। মানুষের জীবনমান উন্নয়নে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নাই। নিম্ন আয়ের মানুষ ও পরিশ্রমী মানুষের প্রতি এ সরকারের দরদ বেশি। এ সরকারের আমলে মানুষের দীর্ঘদিনের আশা ও প্রত্যাশা এবং নিরাপদ জীবনের আকাঙ্খা যুমনা নদীর তীর সংরক্ষণের কাজ করা হয়েছে। বালাসী-বাহাদুরাবাদঘাট ট্যানেল নির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে। ট্যানেলটি নির্মিত হলে উত্তরাঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন হবে। তাই সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ের মাধ্যমে হ্যাকট্রিক করার সুযোগ দিন।
কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নয়া মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক ফিরোজ করিব সাকা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এসএম জাভেদ, জেলা সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সাবেক আহবায়ক আব্দুল লতিফ আকন্দ, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল বিন ওয়াহেদ ফিরোজ, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল পাশা, কোষাধ্যক্ষ অনিক হাসান টিটু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জীবন কৃষ্ণ দাস, জেলা আওয়ামীলীগের সদস্য নির্বানেন্দু ভাইয়া, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজম, সাধারন সম্পাদক হাসমত আলী, এরেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাদুজ্জামান বাদশা, সাধারন সম্পাদক হইবর রহমান হবু, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তপন কুমার, সাধারণ সম্পাদক বাবু মিয়া, উপজেলা তাতী লীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফি মুখ। এসময় ফুলছড়ি উপজেলার সব কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।