
গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম ০৩/১০/১৮ ইং ০৩ঃ১০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সদর থানাধীন বল্লমঝাড় ইউনিয়নের কাজল ঢোপ এলাকা হতে অভিযান চালিয়ে ০৭ জন জুয়ারু ১। আসাদুল (২৭) পিতা রশিদ ২। সোলায়ান (৪৫) পিতা: মৃতঃ সাহেব ৩। ইসমাঈল (৪৩) পিতাঃমৃতঃ আ: কুদ্দুস সর্ব সাং মধ্যে কুমেদপুর ৪। মোকসেদুর রহমান (৪০) পিতাঃমৃতঃ আঃ মতিন সাং চকগয়েসপুর ৫। মোখলেছ (৩৪) পিতাঃ মৃতঃ সোবাহান ৬। আসানুর(৩২) পিতাঃ সাদা মিয়া উভয় সাং কাজল ঢোপ ৭। হযরত (৩২) পিতাঃ মৃত আনোয়ার সাং চকগয়েসপুর সর্ব থানা + জেলাঃ গাইবান্ধাদের কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
ডিবির ওসি মেহেদী হাসান জান্নান
আসামীদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এম এম আশিক রেজা সকল আসামিদের কে অর্থদন্ড প্রদান করেন।