
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জনৈক গৌতম চন্দ্র কর্তৃক ফেসবুকে মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ঠাকুরবাড়ী কেন্দ্রীয় মন্দিরের অফিস কার্যালয়ে এ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাবু তনয় কুমার দেব।এসময় তিনি বলেন, গৌতম চন্দ্র আওয়ামীলীগের একজন কর্মী হিসাবে নিজেকে দাবী করে,তিনি প্রকৃতপক্ষে আওয়ামীলীগের তিনি কোন কর্মী বা সদস্য’ই নন। ২০১৪ সালের ০৫ জানুয়ারী নির্বাচনে তিনি বিএনপি জামাত জোটের সাথে আতাঁত করে ভোট প্রতিরোধ করিয়াছে। বর্তমানে সে পাশ্ববর্তী সোনাতলা উপজেলা এলাকায় একটি কলেজে খন্ডকালিন শিক্ষক হিসাবে কর্মরত থাকায় সেখানকার বিএনপি ,জামাত নেতাদের সঙ্গে গোপন আতাঁত করে তাদের এজেন্ট হিসাবে গৌতম চন্দ্র ফেইজবুকে পোষ্টের মাধ্যমে গোবিন্দগঞ্জে আওয়ামী ও সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়েছেন।এমনকি সংখ্যালঘু বান্ধব স্থানীয় সংসদ সদস্য,মন্ত্রীও সরকারকেও কটাক্ষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে লিপ্ত আছেন। যা উদ্দেশ্য প্রনদিত ও ষড়যন্ত্রমূলক,মানহানীকর ।সে উপজেলা পূজা উদযাপন পরিষদ বা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদেরও কোন সদস্য নন। তাই তার এসব সরকার বিরোধী অপপ্রচার,মানহানীকর কর্মকান্ড বন্ধে অপপ্রচারকারী গৌতম চন্দ্রকে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। না হয়ে সবাইকে সর্তক থাকার আহবান জানান।এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রনজিদ বক্সী সূর্য,সাধারন সম্পাদক দিপক কুমার পাল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রিমন কুমার তালুদার,উপজেলা হিন্দু,বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শৈলেন্দ্র মোহন রায় স্বপন,সাধারন সম্পাদক আশিষ দাস রন্টুসহ জেলা,উপজেলা,ইউনিয়ন নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।