
গাইবান্ধার সাদুল্যাপুরে অদ্ভূত আকৃতির সন্তান ভুমিষ্ট, বিপাকে প্রসূতির পরিবার শীর্ষক সংবাদটি জেলা ও উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচরে তা আমলে নিলেন প্রশাসন।
জেলা প্রশাসক, গাইবান্ধার নির্দেশে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন একটি চিকিৎসক টিম নিয়ে ওই নবজাতক সন্তানের বাড়িতে যান।
রবিবার বিকেলে ওই নবজাতকের খোঁজ নিতে ইউএনও রহিমা খাতুনের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আবু আহাম্মেদ আল-মামুন, ইউপি চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, স্থানীয় শিক্ষক আমিনুল ইসলাম সহ আরো অনেকে।
ডা. আবু আহাম্মেদ আল-মামুন বলেন, ওই নবজাতকের মাথার নিচে বিশাল টিউমারকৃতির একটি ইঞ্জুরি রয়েছে। দ্রুত উন্নত চিকিৎসা সেবা দিতে হবে।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন বলেন, সদ্য ভূমিষ্ট এ সন্তানকে ভাল চিকিৎসা সেবা দেয়ার জন্য তার পরিবারকে নগদ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও রবিবার রাতেই সরকারী ব্যবস্থায় নবজাতককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
প্রসঙ্গতঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের বুড়িরভিটা এলাকার দরিদ্র এরশাদুল হক কোনা’র স্ত্রী জেলেখা বেগম (৩০) শনিবার ভোরে একটি অদ্ভূত আকৃতির পুত্র সন্তান জন্ম দেন। সন্তানটির হাত-পা ও চোখ-মুখ স্বাভাবিক থাকলেও মাথার নিচে বড় আকৃতির টিউমার কিংবা দুই মাথা বিশিষ্ঠ লক্ষণীয়।
খবরটি বিভিন্ন পত্রিকা, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে তা আমলে নিলেন প্রশাসন।