
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলার ৪টি গ্রামে কয়েকটি উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। এলজিইডির অর্থায়নে এসব উন্নয়ন কাজের মধ্যে রয়েছে উপজেলার কামারদহ ইউনিয়নের তুলশীপাড়া-সৈয়দপুর রাস্তা পাকাকরণ কাজ, মাস্তা-চাপড়ীগঞ্জ রাস্তা পাকা করণ কাজ, নাকাইহাট ইউনিয়নের নাকাই-হরিনাবাড়ী রাস্তা পাকাকরণ কাজ এবং হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা-ধুন্দিয়া রাস্তা পাকাকরণ কাজ।
এসব উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আবুল কালাম আজাদ এমপি তিনি বর্তমান সরকারের উন্নয়নবান্ধব কর্মকান্ডের কথা তুলে ধরে আবারও জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা প্রকৌশলী ছাবের আলী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল,উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু,সহ সভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম রিপন, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান অতিক,জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব খায়রুল বাসার নয়ন,
উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক পিএস আতিকুর রহমান আতিক,জেলা যুবলীগের সহ সভাপতি রবিউল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, হরিরামপুর সাবেক ইউপির সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছবদের আলী সরকার,জেলা পরিষদ সদস্য হান্নান আজাদ, ইউপি চেয়ারম্যান সাজু বিডিয়ার,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকছেদুল আমিন রিপন, হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাদল,উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল শেখ সুমন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, তৌকির হাসান রচি, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ সহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।