1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বাংলাদেশের বিচারকদের ভারতে ট্রেনিং

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৩৩ বার পড়া হয়েছে

এখানকার ওখানকার ভালটা নিয়ে ভারতীয় সংবিধান। ব্রিটেনের সংসদীয় ব্যবস্থা; আমেরিকার মৌলিক অধিকার, বিচার ব্যবস্থা; কানাডার কোয়াসি ফেডারেল গঠন; অস্ট্রেলিয়ার যৌথ তালিকা; রাশিয়ার প্রস্তাবনা, মৌলিক দায়িত্ব; আয়ার্ল্যান্ডের নির্দেশমূলক নীতি; জাপানের রাজনীতির ভ্রাতৃত্ব বোধ ভারতের সংবিধানকে সমৃদ্ধ করেছে। এমন বিশাল সংবিধান বিশ্বে বিরল। একত্রিত করতে সময় লেগেছে অনেক। ১৯৪৭-এ স্বাধীনতার পর তিন বছরের পরিশ্রম। ১৯৫০-এর ২৬ জানুয়ারি সংবিধান কার্যকরী। বাংলাদেশের বেলায় এতটা সময় দিতে হয়নি। ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের সারসংক্ষেপ পেয়েছে। বাংলাদেশের সঙ্গে পেরে না উঠে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি ১৯৭১-এর ১৬ ডিসেম্বর আত্মসমর্থনের নথিতে সই করতেই বিজয় উৎসবের সূচনা। ১৯৭২-এর ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১১ মন্ত্রী নিয়ে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। সাত মাস বাদে ৪ নভেম্বর জাতীয় সংসদে সংবিধান গৃহীত।ভারতের দেওয়ানি-ফৌজদারি আইনের সঙ্গে বাংলাদেশের সংযোগ সুবিদিত। বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় আইনজীবীরা সওয়াল জবাবের সময় ভারতের সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখে অনেক সময়ই যুক্তিকে শক্ত করার চেষ্টা করেন। দু’দেশের আইনি যোগাযোগ এখন আরও নিবিড় হবে। ভারত সরকারের আইন ও বিচার মন্ত্রকের সঙ্গে বাংলাদেশের আইন, বিচার আর সংসদ বিষয়ক মন্ত্রকের সমন্বয় বাড়ান হচ্ছে। এমনিতেই ভারতের সেমিনারে যোগ দিয়ে ভাবনার আদান প্রদান করেন বাংলাদেশের আইনজীবীরা। এ বার বাংলাদেশের জেলা স্তরের বিচারকরা ভারতে যাবেন প্রশিক্ষণ নিতে। সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি তাঁদের তালিম দেবে। কোর্স দু’সপ্তাহের। প্রথম পর্বে ১০টি ব্যাচে ৩০ জন করে বিচারক থাকবেন।

বাংলাদেশের স্থানীয় স্তরে বিচারক রয়েছেন ১ হাজার ৫১৯ জন। তার মধ্যে জেলা জজ ১৮১, অতিরিক্ত জেলা জজ ২২০, যুগ্ম জেলা জজ ৩৩৩, সিনিয়র সহকারী জজ ২৬০, সহকারী জজ ৪৫০। বাংলাদেশের দেড় হাজার বিচারককে ছয় মাস ধরে ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে ভোপালের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি। প্রশিক্ষণের সিলেবাসে থাকছে দেওয়ানি-ফৌজদারি আইন, মানবাধিকার আইন, মেডিকো-লিগ্যাল জুরিসপ্রুডেন্স, পরিবেশ আইন, চুক্তি আইন, আদালতের ব্যবস্থাপনা।
বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিংহ গত নভেম্বরে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ট্রেনিংয়ের বিষয়টি পাকা করেন। বাংলাদেশের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার দক্ষ জুডিসিয়ারি গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যেই বাংলাদেশের জেলা বা স্থানীয় বিচারকদের ভারতে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। ভারতের প্রচলিত আইনের সঙ্গে বাংলাদেশের আইনের এতটাই মিল যে, দ্বিপাক্ষিক আইনি চর্চায় কোনও অসুবিধে হওয়ার কথা নয়। আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft