
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২দিন ব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ উপলক্ষে ২দিন ব্যাপী প্রদর্শনী মেলার শুভ-উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ-উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার, জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফজলে এলাহী। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।