
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার এরশাদ সমর্থক পরিষদের এক সমাবেশ ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্যাপুর) আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে সকল মামলার কৌসূলি আলহাজ্ব এ্যাড: মমতাজ উদিদন।
অনুষ্ঠানটি জহুরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আর’ও বক্তব্য রাখেন, সাবেক সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান ও সাবেক জাপা সভাপতি আজিজুল ইসলাম বিএসসি, পলাশবাড়ী এরশাদ সমর্থক পরিষদের সভাপতি রবিউল হোসেন পাতা,৪ নং জামালপুর ইউনিয়নের সাবেক সভাপতি সৈয়দ আলী ও মহিলা নেত্রী মুক্তা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মমতাজ উদিদন বলেন, গাইবান্ধা -৩ আসনের প্রকৃত ত্যাগী নেতাকর্মী আজ অবহেলিত। এখান থেকে পরিত্রাণ’ও পাবেন আপনারা। এমন নেতৃত্বশূন্য অবস্থানে থেকে অনেক অপেক্ষা করেছি আমরা এবং সেই নেতাকর্মীর মূল্যায়নের শুভদিন আসছে বলে মনে করি। বিভক্তি থাকলেও মূলত সকলেই আমরা এরশাদ সৈনিক, সেদিকে লক্ষ রেখে আমাদেরকে লাঙ্গলের হয়ে একযোগ কাজ করতে হবে।
সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদুল্যাপুর উপজেলার সাবেক যুব সংহতির সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু ।
এই সভায়, পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা এরশাদ সমর্থক পরিষদের নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন