
খবরবাড়ি ডেস্কঃ বাংলদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোরশেদ (বীর বিক্রম) ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আতিকুর রহমান বাবু ও সদস্য সচিব প্রিন্সকে কেন্দ্রীয় কমিটির সদস্য আল মামুনের নেতৃত্বে গাইবান্ধা জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের রংপুুরে জঙ্গী বিরোধী সমাবেশে যোগদানের উদ্দেশ্যে গাইবান্ধার পলাশবাড়ীস্থ শিল্পী ভোজনালয়ে যাত্রা বিরতি কালে তাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও কুশল করেন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক এ্যাড.ইস্তেকুর রহমান ও সদস্য সচিব আতিকুর রহমান আতিক বাবু ছাড়াও পলাশবাড়ী, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, সাঘাটা, গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। পরে উপস্থিত সকল সদস্যকে সঙ্গে নিয়ে রংপুরের সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দেন।