
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, বিগত ১০ বছরে দেশের যে উন্নয়ন সাধিত হয়েছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে স্বাধনীতার পক্ষের শক্তির সরকার গঠন করতে হবে। তিনি আজ ২১ সেপ্টেম্বর শুক্রবার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে এসব কথা বলেন।
হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সাধারন সম্পাদক শামশীল আরোফিন টিটু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।