
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের জামালপুর বাজার থেকে ১৯৯৮ সালের নওয়াব আলী হত্যা মামলার পলাতক প্রধান আসামী সুকালু কে গ্রেফতার করেছে র্যাব ১৩।
আজ ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিক্তিতে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা জেলার গোবিন্দগঞ্জের জামালপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৯৮ সালে নৃসংশভাবে সুন্দইল গ্রামের মোন্যা মিয়ার ছেলে নওয়াব আলী হত্যা মামলার পলাতক প্রধান আসামী নছিম উদ্দিন ওরফে সুকালু (৭০) কে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী নছিম উদ্দিন ওরফে সুকালু (৭০) সুন্দইল গ্রামের শুকুর আলীর ছেলে ।
এখবর নিশ্চিত করে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের এ এস পি হাবিবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,পারিবারিক দ্বন্দেও জের ধরে গ্রেফতারকৃত সুকালুর নেতৃত্বে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছিলো । সুকালু এ মামলায় দীর্ঘদিন হলো পলাতক ছিলো গ্রেফতারের পর সুকালুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।