
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০৫ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে।
আজ ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার অনুমানিক ৩ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন সময় মাদক ব্যবসায়ী ১। শাহাদত হোসেন রতন(২৫) পিতা তোজাম্মেল হোসেন তোতা কে ১৭২ পিস এবং ২। সোহরাব হোসেন সাদ্দাম(২৮) কে ৩৩ পিস মোট ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ইয়াবাসহ গ্রেফতারকৃত ১।শাহাদত হোসেন রতন (২৫) সদরের পৌরসভাস্থ ফকিরপাড়ার তোজাম্মেল হোসেন তোতার ছেলে ও ২। সোহরাব হোসেন সাদ্দাম (২৮) একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধার কৃর্ত ইয়াবার মূল ৮২ হাজার টাকা। ধৃত আসামীদ্বয় ইয়াবা সেবনের পাশাপাশি অনেক দিন হতে ইয়াবা ক্রয় বিক্রয় করে আসছিলো।আসামি রতন এর বিরুদ্ধে আরো ০১ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যপারে গাইবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।