
অসুস্থতা নিয়েও যে এত রাজনীতি হতে পারে, বাংলাদেশে এই প্রথম সেটা দেখা গেলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি এই মন্তব্য করেন।
মেডিক্যাল বোর্ডের দেওয়া প্রতিবেদনটিকে বানানো বলায় সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মাহবুবে আলম বলেন, পাঁচজন ডাক্তার বলছেন তার অবস্থা আশঙ্কাজনক নয়। তারপরও সেই প্রতিবেদনকে গ্রাহ্য না করে যারা বক্তব্য দিচ্ছেন, তারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এসব করছেন। সরকার তার (খালেদা জিয়া) স্বাস্থ্যের ব্যাপারে সব সময়ই সচেতন। সব সময়ই তার স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। এসব নিয়ে রাজনৈতিকভাবে বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।