
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮০ লিটার চোলাই মদ ও ৭শ’৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।১৬ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে পুলিশ। এসময় ২ নারীসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের হরিলাল চন্দ্রের স্ত্রী শান্তি রাণী (৪০), সাদুল্যাপুর উপজেলার ত্রিফলা গ্রামের শঙ্করের স্ত্রী হেমন্তি রাণী (২৫), সোনারায় ইউনিয়নের পূর্ব বৈদ্যনাথ গ্রামের আব্দুল গফুর সরকারের ছেলে মনির সরকার (২৪) ও দিনাজপুর সদর উপজেলার মহরমপুর পানুয়া পাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে জহির উদ্দিন(৩২)।
থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ২ নারীর কাছ থেকে ৮০ লিটার চোলাই মদ, মনিরের কাছ থেকে ৪শ’ ৮০ ও জহির উদ্দিনের কাছ থেকে ২শ’ ৫২ মোট ৭শ’ ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে আটককৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।