
গাইবান্ধা ডিবি পুলিশের অভিযানে ৪৮ গ্রাম হেরোইন সহ মহিলা মাদক ব্যবসায়ী আনিছা গ্রেফতার হয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর রাত্রী অনুমানিক ৮ টা ৩০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কোঁচাশহর এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকার পেশাদার হেরোইন বিক্রেতা দুদু শেখ ওরফে নোয়া দুদু’র স্ত্রী ১। আনিছা বেগম (৫০) কে ৪৮ গ্রাম হেরোইন সহ আটক করে।
গ্রেফতারকৃত আনিছা বেগম (৫০) গোবিন্দগঞ্জ উপজেলার শক্তিপুর গ্রামের মৃত দেলওয়ার হোসেনের মেয়ে।
এখবর নিশ্চিত মেহেদী হাসান জানান,উদ্ধারকৃত ৪৮ গ্রাম হিরোইন এর মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। হিরোইন সহ গ্রেফতার আনিছা বেগমের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত আসামীর স্বামী গাইবান্ধা ডিবির হাতে গত ৪ মাস আগে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ আটকের পর আনিছা বেগম তার স্বামীর ব্যবসা চালিয়ে আসছিলো।আসামী আনিছা হেরোইন সহ আটকের পর কোচাশহর এলাকার মানুষ আনন্দ উল্লাস করে।