
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গতকাল শুক্রবার রাতে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে কুখ্যাত হিরোইন ব্যাবসায়ী অটল চন্দ্র মহন্ত (৪৮) কে গোবিন্দগঞ্জ আদর্শ থানাপাড়া এলাকার জনৈক অটোবাইক গ্যারেজের মধ্য হতে ২৩ গ্রাম হেরোইন, ১ টি অটোবাইক, মোবাইল, নগদ টাকা সহ গ্রেফতার করেছে।
হিরোইনসহ র্যাবের হাতে গ্রেফতার কুখ্যাত হিরোইন ব্যাবসায়ী অটল চন্দ্র মহন্ত (৪৮) উপজেলার বর্ধনকুঠি এলাকার মৃত নিবারন চন্দ্র মহন্তের ছেলে ।
র্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের এ,এসপি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত হির্ইোনের মূল্য আড়াই লক্ষ টাকা। গ্রেফতারকৃত অটল চন্দ্র সে পূবেও মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল। এঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পৃর্বক হস্তান্তর করা হয়েছে।