তুরস্কের পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে মে দিবসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। সোমবার দিবসটি উপলক্ষে নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব বিক্ষোভকারী ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে প্রায় দুশ বিক্ষোভকারী নগর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিখ্যাত ওই স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের থামিয়ে দেয়।সূত্র- বাসস