
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন ভাইয়ের লাঠির আঘাতে আবুল হোসেন (৬০) নামের এক ভগ্নিপতি নিহত হয়েছে। নিহত আবুল হোসেন কামার গ্রামের মৃত বজের আলীর ছেলে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আলা মিয়া, লাল মিয়া,সাদা মিয়া ও তার ভগ্নিপতি আবুল হোসেন বড়ির ভিটা মাটির বাগবাটোয়ারা নিয়ে দীর্ঘ দিন থেকে দ্বন্দ চলে আসছিল।এনিয়ে আজ বুধবার বিকালে বৈঠক করার সময় তিন ভাই এর মধ্যে বাক বিতান্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে মারপিট শুরু হয়। এসময় ভগ্নিপতি আবুল হোসেন এগিয়ে গেলে লাঠির আঘাতে আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্ততি চলছে বলে জানায় পুলিশ।এ ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।