
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান মোহাম্মদ খালেদের ১২ তম মৃত্যুবার্ষিকী আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার পালিত হয়।এ উপলক্ষে বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ খালেদ স্মৃতি সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি মোহাম্মদ শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শামস উল আলম হিরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে মরহুমের আত্মার প্রতি শান্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।