
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানে ১৬০ পিস ইয়াবা সহ সহোদর দুই ভাইকে গ্রেফতার করেছে।
আজ ৯ সেপ্টেম্বর রবিবার দুপুর অনুমানিক ২ টা ২৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানাধীন কন্চিপাড়া ইউনিয়নের পাকার মাথা রসুলপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালে “ইয়াবা ডিলার শহিদ” এর শিষ্য ইয়াবা ব্যবসায়ী ১। আনোয়ার হোসেন (৩৫) ২। আশরাফুল ইসলাম আঙ্গুর (২৬) কে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
১।আনোয়ার হোসেন (৩৫) ২। আশরাফুল ইসলাম আঙ্গুর (২৬) উভয়ে ফুলছড়ি উপজেলার পূর্ব রসূলপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে উভয়ে সহোদর দুই ভাই।
এ খবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,”ডিলার শহিদ” মুলত জামালপুর ও গাইবান্ধা জেলার চর অঞ্চলে গোপনে অবস্থান করে এই ব্যবসা নিয়ন্ত্রন করে থাকে।এ দুই সহোদর মাদক কারবারির নিকট থেকে উদ্ধার কৃর্ত ইয়াবার মুল্য ৬৪ হাজার টাকা। এ ব্যপারে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।