
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।
রবিবার বেলা ১টা ২০ মিনিটে প্রধান বিচারপতির খাস কামরায় গিয়ে সাক্ষাৎ করেন তারা। খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে ছিলেন জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মীর নাসির, মাহবুব উদ্দিন।
বেলা ১টা ৫০ মিনিটের দিকে তারা খাস কামরা থেকে বের হন। এ সময় জানতে চাইলে মীর নাসির বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারে কারাগারে যে আদালত গঠন করা হয়েছে তা আইনসম্মত হয়নি। কারণ আইন অনুসারে এই আদালত গঠন করার ক্ষেত্রে বিচার বিভাগের অনুমতি নিতে হয়। কিন্তু বিচার বিভাগের অনুমতি না নিয়ে সরকার এই আদালত গঠন করেছে। বিষয়টি লিখিতভাবে আমরা প্রধান বিচারপতির নজরে দিয়েছি। প্রধান বিচারপতি বলেছেন দেখবেন।’
বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট
এদিকে, খালেদা জিয়ার জন্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এই রিট করেন।
রিট বিষয়ে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাহবুব উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে। তিনি অনেক অসুস্থ, তার বাম পা ও হাত প্রায় অকেজো। এ অবস্থায় আমরা তার সুচিকিৎসা চেয়ে হাইকোর্টে আবেদন করেছি।
তিনি জানান, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
রিট আবেদন দায়েরের পর পরই খালেদা জিয়ার মামলার ও শারীরিক অবস্থার বিষয়ে জানাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করতে যান আইনজীবীরা।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়। ওই শুনানিতে হুইল চেয়ারে করে আদালতে হাজিরা দেন খালেদা জিয়া।
পরে ৭ সেপ্টেম্বর বিকেলে জয়নাল আবেদীনের নেতৃত্বে চার আইনজীবী কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সেখানে আইনজীবীরা প্রায় ঘণ্টা খানেক খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।