
সড়ক দূর্ঘটনা রোধে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার নির্দেশে “ট্রফিক আইন মেনে চলি, নিরাপদ সড়ক গড়ি” শ্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের আয়োজনে স্টপেজ ছাড়া থামবো না,হেলমেট ছাড়া তেল নয় এই প্রতিপাদ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সচেতননা মূলক র্যালী আজ দুপুরে জে,পি ফিলিং ষ্টেশন থেকে শুরু হয়ে মহাসড়ক হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ওসি মজিবুর রহমান পিপিএম, টি,আই মিজানুর রহমান মিজান, ওসি তদন্ত আশরাফুজ্জামান, টি,আই নূর আলম, ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল হামিদ সহ পুলিশের অন্যান্য অফিসার,প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,ও স্কাউটের সদস্যগন উপস্থিত ছিলেন।