
গাইবান্ধা ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ হতে জাল সার্টিফিকেট ও তৈরীর সরঞ্জামসহ সেলিম নামে একজন কে গ্রেফতার করেছে।
আজ ৮ সেপ্টেম্বর শনিবার দুপুর অনুমানিক ২ টা ৫০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন পৌরসভাস্থ বুজরুক বোয়ালিয়া নামক স্থানে উপজেলা মোড় সংলগ্ন খান মার্কেটে ধৃর্ত আসামী ১। সেলিম সরকার (২৭) এর দোকানে অভিযান চালিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাধিক জাল সার্টিফিকেট,সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহারিত ১টি সিপিইউ,১টি মনিটর,১টি কি-বোর্ড,১টি স্ক্যানার,১টি প্রিন্টার,১টি মাউস,বিভিন্ন প্রতিষ্ঠানের নকল সীল,সার্টিফিকেট তৈরীর বিভিন্ন রংয়ের পেপার সহ আসামী সেলিম কে আটক করে।আসামী সেলিম দীর্ঘ দিন হতে এক হতে দু হাজার টাকার বিনিময়ে বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড,জাল প্রশংসাপত্র সহ বিভিন্ন ধরনের জাল কাগজপত্র তৈরি করে দিয়ে আসছিল।
গ্রেফতারকৃত সেলিম সরকার (২৭) গোবিন্দগঞ্জ উপজেলার মাগুড়া সোনারপাড়া গ্রামে তোজাম্মমেল হকের ছেলে।
এ খবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,গ্রেফতারকৃত উক্ত আসামী সেলিমের বিরুদ্ধে আরো একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।এ ব্যপারে গোবিন্দগন্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।