
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অজ্ঞাত একটি অটোবাইক চাপায় জিতেন চন্দ্র সাহা (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে গাইবান্ধা- সুন্দরগঞ্জগামী মিনি-বিশ্বরোডে উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামে আনোয়ারের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিতেন চন্দ্র সাহা পার্শবর্তী দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের মৃত দেবেন চন্দ্র সাহার পুত্র। তারা বলেন, জিতেন চন্দ্র সাহা স্থানীয় ডোমেরহাট বাজারের মোজম্মেল হকের হোটেলে বাবুর্চির কাজ করে প্রতিদিনের ন্যায় বাইসাইকেলযোগে বাড়ি ফেরার সময় উক্ত স্থানে পৌঁছিলে এর পিঁছন দিক থেকে আসা একটি এনজিও কর্মী এক নারী মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান। এসময় এর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অজ্ঞাত পরিচয়ের একটি অটোবাইক জিতেন চন্দ্র সাহাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গুরুতর আহত জিতেন চন্দ্র সাহাকে স্থানীয়রা মোকছেদুল আলমের অন্য একটি অটোবাইকে তুলে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে জিতেন চন্দ্র সাহাকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায়, অন্য অটোবাইকের চালক মোকছেদুল আলমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান সাংবাদিকদের , দুর্ঘটনায় জিতেন চন্দ্র সাহা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।