
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়। আজ ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার কঞ্চিপাড়া এম.এ. ইউ একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেল মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.টি.এম. রাশেদুজ্জামান রোকন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক প্রমুখ।
উদ্বোধনী খেলায় কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ দল ৩-০ গোলে ফুলছড়ি ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে।