
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় আবারও
হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হয়েছে।
উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য ‘খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় আজ মঙ্গলবার উপজেলা সদরের কালিরবাজার ও উদাখালী বাজার এলাকায় চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস.এম কামরুজ্জামান, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম যাদু, আওয়ামী লীগ নেতা অশ্বনী কুমার, আব্দুস ছাত্তার, ডিলার জাহাঙ্গীর আলম, কিশোর চন্দ্র বর্মণ, রফিকুল ইসলাম, শিক্ষক রঞ্জু মিয়া প্রমুখ।