1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

’মিস ইংল্যান্ড’ চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম হিজাবী নারী সারা যা বললেন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ২০ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের হুডারসফিল্ডের ২০ বছর বয়সী একজন ছাত্রী মিস ইংল্যান্ডের ক্যাট ওয়াকে অংশগ্রহণ করা প্রথম কোনো হিজাবী নারী। হুডারসফিল্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নরত সারা ইফতেখার মিস ইংল্যান্ড হওয়ার দৌড়ে Fcbjtfgd এগিয়ে রয়েছেন। তিনি আশা করেন, সামনের সপ্তাহে নটিংহামশায়ারের কেলহাম হলে অনুষ্ঠিতব্য মিস ইংল্যান্ডের চূড়ান্ত প্রতিযোগীতায় তিনি বিজয়ীর মূকুট পরিধান করবেন।

সারা ইফতেখার বলেন, প্রতিযোগিতার এ পর্যন্ত আসতে পারায় তার এই অগ্রযাত্রার অনুভূতি ভাষায় ব্যাখ্যা করতে পারছেন না।

এর আগে চলতি বছরের জুলাইতে তিনি হাতে একটি ট্রফি নিয়ে তার ইনস্টাগ্রামে একটি সেল্ফি পোস্ট করেন এবং সেখানে তিনি লিখেন, ‘ওয়াও!!!!! ২০১৮ সালের মিস ইংল্যান্ডের চূড়ান্ত প্রতিযোগিতায় আমার নাম ঘোষণার বিষয়টা আমি কিভাবে হৃদয়ঙ্গম করেছি তা বলে বোঝাতে পারবো না।’

‘এটি ছিল একটি অনন্য অভিজ্ঞতা যা আমি কখনোই ভুলতে পারবো না। মিস ইংল্যান্ডের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের যে সুযোগ আমি পেয়েছি সে সম্পর্কে আমি কখনো চিন্তাও করিনি এবং আমি সবসময় এটার জন্য গর্ববোধ করবো।’

তিনি তার ইনস্টাগ্রামে আরো যোগ করে বলেন, ‘মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় আমার ভ্রমণ খুবই বিস্ময়কর এবং এটি এমন একটি অভিজ্ঞতা যা সম্পর্কে আমি কোনোদিন চিন্তাও করিনি।’

‘২২০০০ জন প্রতিযোগীর মধ্যে সেরা ৫০ জনের মধ্যে থাকতে পেরে আমি খুব সম্মান্বিত বোধ করছি। আমি কিছুতেই অপেক্ষা করতে পারছি না এটা দেখার জন্য যে এই ভ্রমণ আমাকে কোথায় নিয়ে যাবে।’

সারা ইফতেখার ঘোষণা দিয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি ‘Beauty with a Purpose’ এই স্লোগান নিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য অর্থের যোগান দেয়ার জন্য ফান্ড গঠন করতে উদ্যোগ নিবেন। তিনি দক্ষিণ আমেরিকার সংগঠন ক্লেফ্ট পেলাট, শ্রীলঙ্কা, রাশিয়া এবং ভিয়েতনামের শিশুদের কথা আলাদাভাবে উল্লেখ করেন।

তিনি তার GoFundMe পেজে লিখেন, ‘Beauty with a Purpose’ গত ৪৬ বছর যাবৎ সুবিধা বঞ্চিতদের জন্য অর্থ তুলে আসছে। এটি স্থানীয় এবং আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদেরকে সাহায্য করে আসছে। তারা দক্ষিণ আমেরিকার সংঘঠন ক্লেফ্ট পেলাট, শ্রীলঙ্কা, রাশিয়া এবং ভিয়েতনামের শিশুদের জন্য অর্থের যোগান দিয়ে আসছে।’ ‘তারা এমনকি নেলসন মেন্ডেলা এবং জ্যাকি চ্যানের সাথেও কাজ করেছে যাতে করে তারা এশিয়াতে সুনামি আক্রান্তদের সহযোগিতা করতে পারে।’

‘আমি ২০১৮ সালের মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছি এটা দেখানোর জন্য যে, সুন্দরের কোনো সুনির্দিষ্ট অর্থ নেই, ওজন, বর্ণ, উচ্চতার ভেদাভেদ ছাড়াই সকলেই তাদের নিজস্ব দিক থেকে সুন্দর।’

সারা ইফতেখারের জন্য শুভ কামনা আসন্ন মিস ইংল্যান্ডের চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft