
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়নপুর গ্রামে জয়নাল গং ও মেহেদুল গং এর মাঝে জমিজমা নিয়ে দ্বন্দ কোলহ চলছিলো এর ধারাবাহিকতায় গতকাল ২ সেপ্টেম্বর রবিবার সকালে জমির উপর দিয়ে অন্য জমিতে গরুর গোবর ফেলতে যাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে জয়নাল গং এর জয়নাল সহ ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানে কালে ৩ জনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে গুরুতর আহত আয়নাল মিয়া (৪৫) আজ সোমবার দুপুরে মারা যান।
নিহত আয়নাল মিয়া উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়নপুর গ্রামের খরকু শেখের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের জয়নালের ছেলে ১। মিজানুর (২১), জয়নালের ছেলে ২। রানা মিয়া (১৯),নুর হোসেনের ছেলে ৩। এনতাজুল (৩০), নিহত আয়নের স্ত্রী ৪। শিরিনা বেগম (৩৫), জয়নালের স্ত্রী মেরিনা বেগম (৪০), খরকু ছেলে জয়নাল (৫২)।
গতকালের ঘটনায় নিহত আয়নাল মিয়ার বড় ভাই জয়নাল বাদি হয়ে নামীয় ১২ জন ও অজ্ঞাত ৮/১০ জন কে আসামী করে গতকাল রাতে একটি মামলা দায়ের করে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।