
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বহুল আলোচিত চাঞ্চল্যকর মেয়র পুত্র আশেকুর রহমান সাম্য হত্যার ঘটনা মামলায় জড়িতদের গ্রেফতার এবং সুষ্ঠ বিচার দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাম্য মঞ্চ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।
আজ ৩ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাম্য মঞ্চের আয়োজনে এবং সাম্য মঞ্চের সভাপতি সাবেক এমপি আলহাজ লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে গাইবান্ধা জেলা প্রশাসক অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শত শত ছাত্র ছাত্রী এবং গোবিন্দগঞ্জ উপজেলা সকল স্তরের জনগন।
মানববন্ধনে বক্তারা, গত ২০১৫ সালের ২৫ নভেম্বর গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকারের এক মাত্র পুত্র আশেকুর রহমানকে হত্যা করা হলে এখন পর্যন্ত আসামীদের বিচার কার্য সম্পন্ন করে নাই, বরং আসামীরা জামিনে এসে পৌর মেয়রকে বিভিন্ন রকম হুমকি প্রদান করছে, এরই প্রতিবাদে এবং আসামীদের জামীন বাতিল করে তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন সাম্য মঞ্চের নেতৃবৃন্দ।