
বাংলাদেশ জাতীয়তাবাদি দল – বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাথে নিয়েই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে। নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। তারজন্য জনগনকে সাথে নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে ইনশআল্লাহ।
তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
আজ ৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে সাদুল্যাপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে তিনি আরো বলেন, এই অনির্বাচিত সরকার জনগণের আস্তা হারিয়ে ফেলেছে। তাই তারা আবারে ক্ষমতায় থাকার জন্য নানা রকম ফন্দিফিকিরের পরিকল্পা করছেন। কিন্তু কোন লাভ হবে না। আগামীতে বেগম জিয়াই হবেন এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা কৃষকদলের সভাপতি ইলিয়াস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।