
সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখা ঘন্টাব্যাপী কলম বিরতি কর্মসুচি পালন করেছে।
রবিবার সকাল ১২ টায় মফস্বল সাংবাদিকের ব্যানারে প্রেসক্লাব গাইবান্ধা অফিসের সামনে (গোরস্থান মোড়ে) ঘন্টাব্যাপি এ কলম বিরতি কর্মসুচি পালিত হয়। মফস্বল সাংবাদিক ফোরাম গাইবান্ধা জেলা শাখার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মফস্বল সাংবাদিক ফোরাম গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক জাভেদ হোসেন, মফস্বল সাংবাদিক ফোরাম গাইবান্ধা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নিয়ামুর আহসান পামেল,মফস্বল সাংবাদিক ফোরাম পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, শাহআলম, মফস্বল সাংবাদিক ফোরাম গাইবান্ধা প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর হোসেন, মশিউর রহমান, দৈনিক শিক্ষা জেলা প্রতিনিধি শহিদুল হক, ক্রিয়া সম্পাদক জালাল উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরাম পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, শফিউল ইসলাম সাংবাদিকসহ প্রমুখ।
বক্তরা, সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সকল আন্দোলনের পাশে থেকে দাবি আদায়ের ঘোষণা দেন এ কলম বিরতি কর্মসুচি থেকে।