
জনগণের জানমালের নিরাপত্তা বিধানে যুগপোযোগী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।পুলিশ জনগনের বন্ধু, পুলিশ জনগনের সেবক, একজন জ্ঞান সমন্ন মানুষ কখন ও পুলিশ সম্পর্কে অনৈতিক মন্তব্য করতে পারে না। সময়ের সাথে সাথে দেশে পুলিশ ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সেবা প্রদানে নিয়োজিত আছে।
আজ ১ সেপ্টেম্বর শনিবার বিকেলে ডেভিট কোম্পানি পাড়া মোড়ে গাইবান্ধা সদর পুলিশ ফাঁড়ির ৬ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনৈতিক কোন কার্যকলাপের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ সময় সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার,এস আই জ্যোতি, শহর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, সাঈদ হোসেন জসিম,এলাকার গন্যমান্য ব্যাক্তি সদর পুলিশ ফাঁড়ির সকল অফিসার্স ফোর্স সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।