
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় দুবলাগাড়ী জামিয়া দারুল উলূম আল-ক্বওমীয়্যাহ্ মাদ্রাসার উদ্যোগে আজ শনিবার সকাল ৯ ঘটিকায় পাঁচ দিন ব্যাপী নূরানী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে মূল্যবান বক্তব্য রাখেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর প্রশিক্ষক মাওলানা হারুনুর রশিদ সাহেব। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সেক্রেটারী আওরঙ্গজের আলম, মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক,স্থানীয় মুরুব্বী গন সহ অন্যান্য ওলামায়ে কেরাম। উক্ত প্রশিক্ষণ কর্মশালা ৫ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত চলবে।
নূরানী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মেজর মোঃ মফিজুল হক সরকার (অবঃ)।