
পাবনায় আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও স্থানীয় নিউজ পোর্টাল দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে নৃসংশভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং সারাদেশ ব্যাপী সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে আজ ১ সেপ্টেম্বর শনিবার গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়। পলাশবাড়ী আনন্দ টিভি পরিবার ও দর্শক ফোরাম এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মকসূচীতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রিনিক ও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আনন্দ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের সঞ্চালনায় ও রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ সভাপতি সাইদুর রহমান,একাংশের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,চ্যানেল এস ও মানবজমিন প্রতিনিধি সিরাজুল ইসলাম রতন, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, ফেরদাউস মিয়া,আমিরুল ইসলাম কবির, সাদেকুল ইসলাম রুবেল, অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মশফিকুর রহমান মিল্টন,সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাসিবুর রহমান স্বপন, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে নৃসংশভাবে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ হোসেন,শাহরিয়ার কবির,সরকার লুৎফর রহমান,আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান সরকার,সোহেল রানা, জাতীয় রিক্সা ভান শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক সরোয়ার কবির মজনু ।