
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-এর ইউনিয়ন পর্যায়ে বাছাই পর্বের শুভ-উদ্বোধন করা হয়েছে।
শনিবার উপজেলার মহদীপুর ইউনিয়নের মহদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাছাই টুর্ণামেন্টের শুভ-উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা আ’লীগ নেতা রেজানুর রহমান ডিপটি, নির্মল মিত্র ও লাবলু মিয়াসহ টুর্ণামেন্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর স্থানীয় এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পলাশবাড়ী এবং বরিশাল ইউনিয়ন টিমের মধ্যে খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। কোন ইউনিয়ন কোন ইউনিয়নের প্রতিপক্ষ হয়ে খেলবে তা লটারির মাধ্যমে নির্ধারিত হয়। ১৪ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্ণামেন্টের সমাপ্তি ঘটবে।