
সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পলাশবাড়ী থানা বিএনপি’র আয়োজনে শনিবার সকালে উপজেলা সদরের কালীবাড়ীস্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানা বিএনপি’র আহবায়ক আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য রওশন আরা ফরিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকদল সভাপতি ইলিয়াস হোসেন, গাইবান্ধা শহর বিএনপি’র সভাপতি শহিদুজ্জামান শহীদ, থানা বিএনপি’র সদস্য সচিব মওদুদ আহম্মেদ, সদস্য মুকুল আহম্মেদ, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম রাজা, আবুল বাশার লিটন, আব্দুল রউফ আঞ্জু প্রধান, আউয়াল প্রধান, আবুল কালাম আজাদ, সদর বিএনপি সভাপতি শরিফুজ্জামান শরিফ, থানা যুবদল আহবায়ক মুশফিকুর রহমান রিপন, যুগ্ম আহবায়ক আব্দুল মোত্তালেব সরকার বকুল, জেলা ছাত্রদল সংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, স্বেচ্ছাসেবকদল সভাপতি মমিনুল ইসলাম মমিন,শ্রমিকদল নেতা হযরত আলী, ছাত্রদল নেতা মিল্লাত সরকার মিলন, রাজু সরকার ও শামীম রেজা,সাগর সরকার মিনু, প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তরা,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবী জানান।