
আন্তর্জাতিক ডেস্ক
কলকাতার নিউটাউনের মেট্রো প্রকল্পে ডাকাতির ঘটনায় রবিবার রাতে পাঁচজন বাংলাদেশি ডাকাতসহ আট জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেট এর গোয়েন্দা শাখার পুলিশ ও নিউটাউন থানার পুলিশ।
এর আগে পুলিশ এই ঘটনায় আরো চার জনকে গ্রেপ্তার করে। এই পর্যন্ত ডাকাতির ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ডাকাতির ঘটনায় মূল চক্রী রাজা জায়সওয়াল ও নিশান্ত জায়সওয়ালকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে একটা বাংলাদেশি গ্যাং তাদের সঙ্গে এই এলাকাতে কাজ করছে
সেই সূত্র ধরে বিধাননগর কমিশনারেট এর গোয়েন্দা শাখার পুলিশ ও নিউটাউন থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে দমদমের ইটালগাছা ও ডানকুনি থেকে আট জনকে গ্রেপ্তার করে। যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছে।
গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরার বাসিন্দা। এদের বয়স ১৯ থেকে ২৩ এর মধ্যে। এরা হল আলামিন আহমেদ, ফারুক আলি সাপুই, আনারুল সাহাজি, সাবির আলি সরর্দার, মোহম্মদ সাহিন বিশ্বাস।
পুলিশে বলছে এরা প্রত্যেকে ভুয়ো নথি নিয়ে এদেশে বসবাস করছে এবং বিভিন্ন এলাকার কারখানা ও মেট্রো প্রকল্পে চুরি ও ডাকাতি করত।